আগামী ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে
সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে ১০টি খাত।মঙ্গলবার (১৭ মে) অনুষ্ঠিত সরকারের জাতীয়
অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় এ বরাদ্দ দেওয়া হয়েছে। সভা শেষে এ তথ্য জানিয়েছেন
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।তিনি জানিয়েছেন, খাতওয়ারি সর্বোচ্চ
বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ। এ খাতে বরাদ্দ ৭০ হাজার ৬৯৬ কোটি টাকা।এছাড়া,
বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৯ হাজার ৪১২ কোটি টাকা, শিক্ষায় ২৯ হাজার ৮১ কোটি, গৃহায়ন ও কমিউনিটি
সুবিধাবলি খাতে ২৪ হাজার ৪৯৭ কোটি, স্বাস্থ্যে ১৯ হাজার
২৭৮ কোটি, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে ১৬ হাজার ৪৬৫
কোটি, কৃষিতে ১০ হাজার ১৪৪ কোটি, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ খাতে ৯
হাজার ৮৯৫ কোটি, শিল্প ও অর্থনৈতিক সেবায় ৫ হাজার ৪০৭
কোটি এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাতে ৪ হাজার ১৬৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া
হয়েছে। অপরদিকে
সরকারের নতুন এডিপিতে মন্ত্রণালয় বা বিভাগভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে স্থানীয়
সরকার বিভাগ। এ মন্ত্রণালয়ের অনুকূলে সর্বোচ্চ ৩৫ হাজার ৮৪২ কোটি টাকা বরাদ্দ
অনুমোদন দেয় এনইসি। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ৩১ হাজার ২৯৬ কোটি টাকা। এছাড়া বিদ্যুৎ বিভাগে ২৪ হাজার ১৩৯ কোটি টাকা,
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে প্রায় ১৬ হাজার ১১ কোটি,
স্বাস্থ্যসেবা বিভাগে ১৫ হাজার ৮৫১ কোটি, রেলপথ মন্ত্রণালয়ে ১৪ হাজার ১২৯ কোটি, মাধ্যমিক
ও উচ্চশিক্ষা বিভাগে ১৪ হাজার ১ কোটি, প্রাথমিক ও
গণশিক্ষা মন্ত্রণালয়ে ১১ হাজার ৬৪২ কোটি, সেতু বিভাগে ৯
হাজার ২৯০ কোটি এবং পানিসম্পদ মন্ত্রণালয়ে ৭ হাজার ৯৩৮ কোটি টাকা অনুমোদন দেওয়া
হয়েছে।